আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক বিআর হাশেমী বদরুর সহধর্মিণী জেসমিন আক্তার লেদু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১০ জুলাই) বিকাল সোয়া ৫ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ কানিয়ার ছড়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন জেসমিন আক্তার।
বৃহস্পতিবার সকাল ৯ টায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রেস ক্লাবের শোক:
অবিভক্ত ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিআর হাশেমী বদরুর সহধর্মিণীর মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান গভীর শোক প্রকাশ করে বলেন,আল্লাহ যেন মরহুমাকে সর্বোচ্চ জন্নাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।