মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি শুক্রবার (১২ জুলাই) ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।
মন্ত্রী মুহাম্মদ ফারুক খান শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন বিকেল সাড়ে ৫ টায় তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মোটেল শৈবালের হলরুমে মতবিনিময় সভায় মিলিত হবেন। পরদিন শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান কক্সবাজার বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। একইদিন দুপুর একটায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বিকেল ৩ টায় তিনি পর্যটন কর্পোরেশনের মোটেল শৈবাল, প্রবাল, উপল ও লাবনী পরিদর্শন করবেন।
মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি ২ দিনের কক্সবাজার সফর শেষে শনিবার বিকেল ৫ টা ১০ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব এ.এস.এম মাঈন উদ্দিন (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।