শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
টেকনাফ পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ
প্রকাশিত - জুলাই ১১, ২০২৪ ৯:১৭ পিএম
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের নির্দেশে গতকাল বুধবার এ সম্পদ জব্দ করা হয়। টেকনাফ থানার ওসিকে এ সম্পদের তদারকি কর্মকর্তা (রিসিভার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মনিরুজ্জামান টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত হোসেন আহম্মদের ছেলে। জব্দ সম্পদের মধ্যে আছে– টেকনাফ পৌর এলাকায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ৩৩ শতাংশ জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ১৬ লাখ টাকা মূল্যের বাড়ি শ্রেণির জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা মূল্যের চারতলা ভবনসহ ১২ শতাংশ জমি, ২১ লাখ ৮ হাজার টাকা মূল্যের জমিসহ একটি দোকান, ২২ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩৮ লাখ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের জমিসহ বসতবাড়ি, ৩০ লাখ টাকা মূল্যের ভবন।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৭০৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুদক।
Copyright © 2024 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.