আব্দুস সালাম,টেকনাফ
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে যাত্রী নিয়ে টেকনাফ ফেরার পথে বাংলাদেশের জলসীমায় দুটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমার বাহিনী। বুধবার বিকেলে শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে এ ঘটনাটি ঘটে।
এ সময় একটি ট্রলারে গুলি লাগলেও কেউ হতাহত হননি। পরে ট্রলার দুটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নোঙর করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।
শাহপরীর দ্বীপ জেটি ঘাটের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, ট্রলার দুটি বঙ্গোপসাগরের বিকল্প রুটে বাংলাদেশের জলসীমা হয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে আসছিল। শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছানো পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের পাতেনজা এলাকা থেকে গুলি চালানো হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও ট্রলারের যাত্রী হাবিব উল্লাহ বলেন, ‘শাহপরীর দ্বীপ ঘোলার চর পার হতে হঠাৎ মিয়ানমার থেকে যাত্রীবাহী ট্রলার দুটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আমাদের ট্রলারটি পেছনে ছিল। অন্তত ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছুড়েছে।’
সেন্টমার্টিন দ্বীপ যাত্রী পরিবহণ বোট মালিক সমিতির সভাপতি রসিদ আহমদ বলেন, ট্রলার দুটি বঙ্গোপসাগর ও নাফ নদীর বাংলাদেশের জলসীমায় ছিল। এর পরও মিয়ানমার থেকে অতর্কিতভাবে ট্রলার দুটিতে গুলি ছোড়া হয়েছে। ভাগ্য অনেক সহায় ছিল, কেউ হতাহত হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরি বলেন, ‘বাংলাদেশের জলসীমায় সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা যাত্রীবাহী দুই ট্রলারে মিয়ানমারের দিক থেকে গুলি করার বিষয়টি শুনেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’