আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে শামসুদ্দিন(৩২) নামের তিন সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জুমনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শামশুদ্দীন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সোলতান আহমেদের ছেলে।
নিহতের মামা ব্যবসায়ী আবুল কালাম আবু জানান, তার ভাগিনা শামশুুদ্দীন কিছু দিন পূর্ব থেকে তার স্ত্রী-সন্তানদের নিয়ে ঘটনাস্থল এলাকায় বসবাস করে আসছিলেন। পাশাপাশি নতুন অফিস বাজারে এসকে ভিডিও নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে পরিবারের ব্যয় নির্বাহ করত।ঘটনার দিন সকালে ঘরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সে তা ঠিক করার চেষ্টা করে। এতে অসতর্কতা বশত তার শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হলে সে গুরুতর আহত হয়। স্ত্রীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন আছরের নামাজের পর তার পৈত্রিক সামাজিক কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সদা হাস্যোজ্জ্বল তিন সন্তানের জনক শামসুদ্দিনের আকস্মিক মৃত্যুতে এলাকা ও পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।