আজ ৭ সেপ্টেম্বর শনিবার সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক চৌধুরী মাজুর ৮ম মৃত্যুবার্ষিকী। উনি দীর্ঘ ১৭ বছর যাবত কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটার হিসেবে দায়িত্ব পালন করেন। কক্সবাজার কমিউনিটি পুলিশের উপদেষ্টা হিসেবে ছিলেন। তিনি একাধারে সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। কক্সবাজার জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পরে কক্সবাজার পৌর বিএনপি'র সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুর পর পরই স্ত্রীও মৃত্যুবরণ করেন।
তাহাদের একমাত্র সন্তান আপনার মোহাম্মদ ইশতিয়াকুল হক চৌধুরী মৃত্যু দিবসে তার পিতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।