প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একঝাঁক তারুন্য নির্ভর সংবাদকর্মীদের সংগঠন`ঈদগাহ্ রিপোটার্স সোসাইটি` বাজারস্থ সংগঠনের কার্যালয়ে স্বাধীনতার সূবর্নজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মহান একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, বিজয় দিবসের আলোচনা সভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বুধবার দিবাগত রাতে সংগঠনের সভাপতি মুফিজুল ইসলাম মফির সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আবুহেনা সাগরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ্ গার্ল স্কুলের প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত, কার্যকরি সদস্য মোজাম্মেল হক, হাফেজ এম বজলুর রহমান, আলা উদ্দীন, ইমরান তৌহিদ রানা, হোসাইন সাঈদ, এডভোকেট মোবারক সাঈদ।
সভায় বর্তমান কমিটির মেয়াদ আগামী ১(এক) বছরের জন্যে বৃদ্ধি করা হয় এবং সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দীনকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। সভা শেষে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহর ১২:০১ মিনিটে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।