শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়াতে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বনাম সুধীজনের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বড়ঘোপ সমুদ্র সৈকতে বিকেল ৪টায় থেকে বিরতিহীন ২০ মিনিটের এই খেলায় সুধীজনকে ১ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় উপজেলা প্রশাসন।
এ প্রীতি ফুটবল খেলায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,থানার কর্মকর্তা (ওসি) ওমর হায়দার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, কুতুবদিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম হাছান কুতুবী,উপজেলা বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু,
ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার তুলে দেন সংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আজিজুল রহমান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বি.কম,প্রমুখ উপস্থিত ছিলেন।