প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ভিত্তিক পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ ও গ্লোবাল প্ল্যাটফর্ম, এ্যাকশনএইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে টেকনাফ উপজেলার প্রত্যন্ত শাহ পরীর দ্বীপের জলবায়ু উদ্বাস্তু জনগোষ্ঠীর সংকট নিরসন ও টেকসই পুনর্বাসন এর দাবিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহ পরীর দ্বীপ বশির আহমেদ উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন সাবরাং ইউনিয়ন ও শাহ পরীর দ্বীপের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, এনজিও কর্মী, তরুণ নেতৃত্ব ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী।
সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া'র সভাপতিত্বে এবং জীবনতরী কো-অর্ডিনেটর আরমান কাদের'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, শাহ পরীর দ্বীপ বশির আহমেদ উচ্চ বিদ্যালয়'র প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিয়া ইয়াসমিন, ৭ নং ওয়ার্ডের এমইউপি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বাসেত, আইন সম্পাদক সাদেক সেকাম, পল্লান পাড়া ছাত্র সমাজের সভাপতি মুফিজ উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। সারাবিশ্ব জলবায়ু পরিবর্তন এর কারণে ক্ষতির মূখে। শাহপরীর দ্বীপ হাজারো মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। তাদের ঘরবাড়ি সাগরে বিলীন হয়েছে। পেশা পরিবর্তন হয়ে গেছে।
বক্তারা আরো বলেন, সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য উপযুক্ত পুনর্বাসন পদক্ষেপ নিতে হবে। সরকারকে তাদের জন্য টেকসই পুনর্বাসনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ শাহ পরীর দ্বীপ সমন্বয়ক আব্দুর রহমান আবির।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন টেকনাফ সাড়কেলের ডেপুটি কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ সাবরাং ফোরাম এর সদস্য জালাল মিয়া, শাহপরী দ্বীপ ফোরাম সদস্য মোহাম্মদ আইউব, মোঃ আব্দুল্লাহ আমিন প্রমূখ।
প্রমূখ।