শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় তথ্য কমিশনের উদ্যোগে উপজেলায় পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ পরিচালক জে.আর শাহরিয়ার।
এতে সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
শিক্ষক,ইউনিয়ন পরিষদ সচিবগন অংশ গ্রহন করেন।
পরে, কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ এর মিলনায়তনে এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও সংবাদকর্মীদের নিয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।