মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ও দৌছড়ি ইউনিয়নের নব নির্বাচিত ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ও পুরুষ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২ টায় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর মোঃ ছালেহ, দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। শপথ অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগনকে উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ফুল দিয়ে বরণ করে নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।