মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ’র নামাজে জানাজা বুধবার ২২ ডিসেম্বর আসরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে সম্পন্ন হয়েছে। কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক’র ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।

জানাজার পূর্বে জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাতের সঞ্চালনায় বর্ষীয়ান আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম এডভোকেট আবুল কালাম আজাদ এর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, কক্সবাজার হার্ভাড কলেজের অধ্যক্ষ সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এ.এম সিরাজুল ইসলাম, মরহুমের সন্তান এডভোকেট ইমরান আজাদ বক্তৃতা করেন। জানাজা শেষে কক্সবাজার শহরের গোলদীঘির দক্ষিণ পাড়স্থ বড় কবরস্থানে এডভোকেট আবুল কালাম আজাদকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রসঙ্গত, বুধবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এডভোকেট আবুল কালাম আজাদ (৭৯) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণকারী, বহুমুখী প্রতিভাসম্পন্ন এডভোকেট আবুল কালাম আজাদ মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

বিস্ময়কর মেধাবী মরহুম এডভোকেট আবুল কালাম আজাদ কক্সবাজার পৌরসভার সাবেক প্রশাসক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার ইনষ্ঠিটিউট ও পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার সঙ্গীতায়তনের প্রধান উপদেষ্টা, কক্সবাজার আইন কলেজের অবৈতনিক অধ্যাপক, কক্সবাজার কেজি স্কুল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পেশাজীবী সংস্থা ও কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি একজন প্রাবন্ধিক, সাহিত্যিক ও কবি ছিলেন। তাঁর লেখা বেশ ক’টি বই রয়েছে। কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে তাঁর বেশ ভূমিকা ছিলো।

এডভোকেট আবুল কালাম আজাদ কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার মৃত মোজাফফর আহমদ এর সন্তান। ১৯৭৭ সালের ১১ জানুয়ারী একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে তিনি যোগদান করেন। প্রায় ৪৪ বছর তিনি আইন পেশায় রত ছিলেন।