এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

[ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২১]- বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ পুরোদমে শুরু হয়েছে শিশু হৃদরোগ চিকিৎসা সেবা। সম্প্রতি তেমনই একটি সফল চিকিৎসা সম্পন্ন করেছে এভারকেয়ার-এর শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরিন; নিওনেটোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের কনসালটেন্ট ডা. দীপিকা দে; এবং পেডিয়াট্রিক ও চাইল্ড হেলথ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রণব কান্তি মল্লিক। উক্ত চিকিৎসার সফলতার উপলক্ষ্যে একটি অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

এক বছর আট মাস বয়সী ছোট্ট শিশু আশরাফ উদ্দিন আয়াত মুখ দিয়ে অদ্ভুত রকম শব্দ করতো। এতে বিচলিত হয়ে শিশুর বাবা তাকে স্থানীয় একজন চিকিৎসকের নিকট নিয়ে গেলে তিনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। অতঃপর রোগীকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর চাইল্ড হেলথ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. প্রণব কান্তি মল্লিক-এর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি শিশুর হার্ট জনিত রোগের আশঙ্কা প্রকাশ করেন এবং এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরিন সম্পর্কে অবগত করেন। পরে তিনি রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার শেষে হার্টে ছিদ্র থাকার বিষয়টি নিশ্চিত করেন। অতঃপর রোগীর স্বজনদের সম্মতিক্রমে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে একটি আধুনিক ডিভাইস দ্বারা ছিদ্র বন্ধ করে যথাযথভাবে চিকিৎসা সম্পন্ন করা হয়। শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ আছে।

এই প্রসঙ্গে, এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরিন বলেন, “শিশুদের চিকিৎসা অন্যান্য যেকোন চিকিৎসা থেকে তুলনামূলক জটিল ও স্পর্শকাতর হয়। এই শিশুটি একজন স্পেশাল চাইল্ড এবং তার বড় ধরনের অস্বাভাবিক আকৃতির হার্টের জন্মগত ছিদ্র ছিল যা আমরা অত্যন্ত সফলভাবে ডিভাইসের মাধ্যমে বন্ধ করেছি।এভারকেয়ার হসপিটালের অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার ফলে আমাদের এই সকল সেবা অনেকাংশেই সহজ হয়ে যায়। উল্লেখ্য যে, হার্টের ছিদ্র বন্ধ করতে যে ডিভাইস ব্যবহৃত হয় তা সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে দিচ্ছে এভারকেয়ার হসপিটাল, যা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “এই চিকিৎসার ক্ষেত্রেও আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি এবং সফল হয়েছি। এই চিকিৎসায় আমাকে যথাযথ সহায়তা করায় ডা. দীপিকা এবং ডা. প্রণব-কে অসংখ্য ধন্যবাদ।”

এভারকেয়ার গ্রুপ সম্পর্কে–

এভারকেয়ার গ্রুপ বিশ্বাস করে যে স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। উদীয়মান বাজারে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা পূরণে প্রাইভেট ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠানটি। টেকসই অর্থনৈতিক উন্নয়নের দৃড় সমর্থক হিসেবে উদীয়মান বাজারে বসবাসরত সকল বয়সের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার বৈশ্বিক চ্যালেঞ্জে সাড়া দিয়েছে এভারকেয়ার। সেই সুবাদে প্রতিষ্ঠানটি প্রচলিত স্বাস্থ্যসেবার ধারা পরিবর্তন ও রূপান্তরকরণের মাধ্যমে, ক্রস-কন্টিনেন্টস প্ল্যাটফর্মের সমন্বয়ে তাদের উন্নত ও মানসম্মত মেডিকেল সেবা সরবরাহ করছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া এবং নাইজেরিয়া সহ দক্ষিন এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারজুড়ে তাদের সমন্বিত স্বাস্থ্যসেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এভারকেয়ার। ৩৪৪৫ টি শয্যা সহ ৩০টি হাসপাতাল, ১৬ টি ক্লিনিক, ৮২ টি ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ব্রাউনফিল্ড অ্যাসেটস এই প্রতিষ্ঠানের পোর্টফোলিও’র অন্তর্ভুক্ত। দেশের উদীয়মান বাজারে একটি সিস্টেম্যাটিক স্বাস্থ্যসেবা তৈরি করতে প্রায় ১১ হাজার কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। একটি বিচিত্র স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এভারকেয়ার গ্রুপ গর্বিত। এভারকেয়ার হেলথ ফান্ড-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এভারকেয়ার, যা উদীয়মান বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য রাইজ ফান্ডস পরিচালিত স্বাস্থ্যসেবা তহবিল, যা বৈশ্বিক বিকল্প সম্পদ ব্যবস্থাপক টিপিজি’র প্রভাব বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম। এভারকেয়ার স্বাস্থ্য তহবিল বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সংস্থা এবং বিশ্বের অন্যান্য প্রভাবিত বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান।

www.evercaregroup.com

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্পর্কে–

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে থাকছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭ টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত হসপিটালটিতে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনালসদের সাথে নিয়ে চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে।

www.evercarebd.com