আব্দুস সালাম.টেকনাফ (কক্সবাজার):
"মুছে ফেলি ঘৃণা বৈষম্য দ্বন্দ্ব বিদ্বেষ গড়ে তুলি সম্প্রীতির বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্প গবেষণা প্রতিবেদন শেয়ারিং কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি। ব্রাক এর বাস্তবায়ন ও অস্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে গৃহীত উন্নয়ন প্রকল্পের ধারণা বিষয়ে উপস্থাপনা করেন ব্রাক ঢাকা সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কম'সূচী কর্মকর্তা মো. কামরুজ্জামান। লক্ষ্য ও উদ্দেশ্য কক্সবাজারের উখিয়া -টেকনাফ সীমান্তের এ দুই উপজেলায় ২০১৭ সালে মিয়ানমারের প্রায় ১১ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় দিয়ে মানবিক সহযোগিতা করছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের কারণে স্থানীয় জনগণ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে উত্তেজনা তৈরী হয়েছে এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় " "সম্প্রীতির সমাজ গড়ি" (২০২১-২০২২) নামে দুই বছর মেয়াদে একটি প্রকল্প বাসতবায়ন শুরু করেছে। যার উদ্দেশ্য হচ্ছে উখিয়া- টেকনাফের স্থানীয় জনগণের মধ্যে সংহতি ঐক্য ও অসামাজিক সম্প্রীতিকে শক্তিশালী করা। এ বিষয়ে বিশদভাবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাছান শফিক ও ব্রাকের গবেষক মিসেস নাহিদা সিদ্দিকী। মতামত মূলক আলোচনা করেন উপজেলা পঃ.পঃ কর্মকর্তা শ্রতিপূর্ণ চাকমা, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা শ্যামল বড়ুয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, একলাব এর প্রভোস্ট ম্যানেজার নুরে আলম মিলন প্রমুখ। আয়োজনে লুইস গমেজ জেলা