মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা এবং তথ্য প্রদানকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর তথ্য কমিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইটি) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: সোলাইমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো: আবু তাহের, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন প্রমূখ বক্তৃতা করেন।