সংবাদদাতা:
টেকনাফের হ্নীলার বড় লেচুয়াপ্রাংয়ে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধের বাড়িতে হামলা চালিয়ে বাসগৃহ ভাঙচুর এবং ঘরে থাকা লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল চিহ্নিত দুর্বৃত্ত। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। এলাকার চিহ্নিত বখাটে যুবক আব্দুল গফুর এবং আব্দুর রহমানের নেতৃত্বে এই হামলা ও লুটের ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কিছুদিন আগে এলাকায় একটি অনাকাঙ্খিত হত্যাকান্ড সংঘটিত হয়। ওই ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ভাবে আক্রান্ত বৃদ্ধ আবুল হোছেনের স্ত্রী সহ পরিবারের কমপক্ষে ৩ সদস্যকে আসামী করে। মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে আসামী হবার পর যখন পরিবারের সকল সদস্যরা ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায় তখন এই সুযোগকে কাজে লাগিয়েছে চিহ্নিত ওই দুর্বৃত্তের দল। ঘরে কেউ না থাকায় দিনে দুপুরে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকার বখাটে মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী আবুল কাসেমের পুত্র আব্দুল গফুর এবং গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান তাদের দলবল সহ সাথে নিয়ে হামলা চালায় আবুল হোছেন ও আবছার উদ্দিনের বাসগৃহে। দুজনের ঘরবাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলে। ঘরের ভেতরে থাকা আসবাব পত্র ভাঙচুর করে। এবং যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ লক্ষাধিক টাকার গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়- আবুল হোছেন ও তার ভাইয়ের পুত্র আবছার উদ্দিনের সাথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আব্দুল গফুর ও আব্দুর রহমানের পরিবারের অপরাপর লোকজনের সাথে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিলো। এর জের ধরে শুক্রবার সকালে দলবদ্ধ হয়ে বৃদ্ধের বাড়িতে হামলা চালায়। এসময় আব্দুর রহমানের সাথে দেশীয় অস্ত্র ও দা কিরিচ সহ সঙ্গ দিয়েছিলো- ছৈয়দ হোসেন প্রকাশ গুরা মিয়ার পুত্র আবু বক্বর (২৫), আবু ছিদ্দিক (৩০), হাছান আহম্মদ (২২), মুক্তারের স্ত্রী আরেফা বেগম (৩৫) এবং নুর হোসেনের স্ত্রী নুর বাহার (২৭)।