মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়া ঈদগাঁও ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আলী আশরাফ মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন ঈদগাঁও বাজার ইজারাদারের সদস্যরা।
রবিবার ২৬ ডিসেম্বর বিকালে ঈদগাঁও বাজারের ইজারাদার রমজান কোম্পানির উদ্যোগে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে পুলিশের ভাবমূর্তি আরো বাড়াবে বলে জানান তারা।
এসময় সার্জেন্ট মোঃ আলী আশরাফ মোল্লা বলেন,সব সময় ঈদগাঁওর ট্রাফিক সদস্যরা পথচারী ও যাত্রীদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সেবা দিয়ে থাকেন।বর্তমান সময়ে ঈদগাঁও বাস স্টেশনের থেকে শুরু করে কলেজ গেইট পর্যন্ত ট্রাফিক পুলিশের সদস্যরা মিলিয়ে কাজ করে চলেছেন।
তিনি আরও বলেন, দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য ট্রাফিক পুলিশ প্রতিদিন রাস্তাঘাটে চলাচল করে। ঈদগাঁওতে তাদের চলাচল নিরাপদ ও যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে ঈদগাঁওর ট্রাফিক পুলিশ।
উল্লেখ্য (১৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।