মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া নিবাসী, ১১০ বৎসর বয়সী প্রবীণ মুরুব্বি জেবর মুল্লুক প্রকাশ “দিলুরবা” আর নেই। রোববার ২৬ ডিসেম্বর ১০ টা ৩৫ মিনিটে হোয়াক্ষ্যং এ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

জেবর মুল্লুক প্রকাশ “দিলুরবা” এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরোপকারী ব্যক্তি হিসাবে সবার কাছে সুপরিচিত ছিলেন।