মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর ৫ বিচারকের আদালত ও বিচারের অধিক্ষেত্র পূনঃবন্ঠন করা হয়েছে। মঙ্গলবার ২৮ ডিসেম্বর ডিসেম্বর কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর প্রশাসনিক শাখার ১০৩ নম্বর আদেশে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী বিচারকদের দায়িত্ব পুন:বন্টন করেন।
সিজেএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞ বিচারকদের পূনঃবন্ঠনকৃত দায়িত্ব হচ্ছে-সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী'কে ১ ও ৬ নম্বর আদালত এবং সদর জিআর ও সিআর মামলা, দ্রুত বিচার। এছাড়া বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী'কে মহেশখালী চৌকি আদালতের দায়িত্বও প্রদান করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা-কে আদালত নম্বর-২ এবং উখিয়া জিআর ও সিআর মামলা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন-কে আদালত নম্বর-৩ এবং ঈদগাহ জিআর ও সিআর মামলা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ আদালত নম্বর-৪ এবং উখিয়া জিআর ও সিআর মামলা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আদালত নম্বর-৫ এবং টেকনাফ জিআর ও সিআর মামলা। বুধবার ২৯ ডিসেম্বর থেকে বিচারকদের অনুকূলে বন্ঠনকৃত দায়িত্ব কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।