সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ৪নং ওয়ার্ডের উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির কার্যালয়ে প্রায় ১৫০ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহর কৃষক লীগের আহবায়ক এরশাদুজ্জান সুমন
এসময় উপস্থিত ছিলেন শহর কৃষক লীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম পিয়ারু, আবুল হাসনাত লিটু, ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি ফজল মোক্তার, সহ-সভাপতি মংপ্রুরী, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।