শাহেদুল ইসলাম মনির কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মহান বিজয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এস.এস. সি ৯২ ব্যাচ ও ডাকবাংলোর দোকান মালিক সমিতির আয়োজনে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) রাতে জেলা পরিষদের ডাকবাংলোর প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী,
উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, থানার কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি তসলিমা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গেজব মাতবর, কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ ,৯২ ব্যাচের শিক্ষার্থীরা এবং দোকান মালিক সমিতির সদস্য,সাংবাদিক,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ শিক্ষক উপস্থিত ছিলেন।