নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।রবিবার (২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জমির মালিক শামসুল আলম বলেন, দীর্ঘদিন ধরে নুর কালাম এর সাথে তার বোন সোফাইদা বেগম এবং স্বামী
মাহমুদুল করিম,তৈয়দুল করিম,নার্গিস আক্তার, সুহারা বেগম মিলে তার জমিটি দখল করার পায়তারা করে আসছেন। এ ঘটনায় আদালতে
১৮৩৫ বিএস সংশোধনী মামলা চলছে। গত ১৯ অক্টোবর মাসে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। তারপরও নুর কালামের বোন সোফাইদা বেগম এবং স্বামী মাহমুদুল করিম,তৈয়দুল করিম,নার্গিস আক্তার, সুহারা বেগমসহ কয়েকজন সন্ত্রাসী মিলে জমির ১০ টি গাছ কেটে দিয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে বিবাদীর বোন সোফাইদা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি মুঠোফোন কেটে দেন।
শামসুল আলম আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারী নুর কালামের বিচার দাবি করেন।