এম.এ আজিজ রাসেল :
শপথ নিয়েছেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নবনির্বাচিতরা। শনিবার (০১ জানুয়ারি) রাত ৮ টায় বড় বাজারস্থ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেবর মুল্লুক, সাবেক আহবায়ক শওকত ওসমান পিয়ারু, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মাসুকুর রহমান বাবু, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী, সাবেক অর্থ সম্পাদক মাওলানা আবদুল গফুর, নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ফিরোজ আহমদ ওসমানী, নির্বাচন আপীল কমিটির সদস্য এড. নেজামুল হক, মোহাম্মদ মোস্তফা প্রমূখ।
বক্তারা বলেন, দোকান মালিক সমিতি ফেডারেশন কক্সবাজারের ব্যবসায়ীদের মাদার সংগঠন। নতুন নেতৃত্ব এই সংগঠনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন, অধিকার ও স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। ঐক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলা করতে হবে।
পরে নব নির্বাচিত কার্যকরী পরিষদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে শপথ নিয়েছেন কক্সবাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি-১ আমিনুল ইসলাম হাসান, সহ-সভাপতি-২ মো. নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোতাহের হোছাইন, সহ-সাধারণ সম্পাদক খালেদ উমর রানা, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক আবু আহমদ, প্রচার সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাফর আলম, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইমরান, সদস্য যথাক্রমে মো. কামরুল হাসান, আজিব চৌধুরী, আবুল কালাম, শাহ খোরশেদ আলম ও মো. নাছির।