আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের নতুন পল্লান পাড়ায় অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া
এলাকার লাল মিয়ার ছেলে মনসুর আলম(৩৪) ও একই ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার জহির আহমদের ছেলে মোঃ ইউসুফ(৩২)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ সদরের নতুন পল্লান পাড়ায় প্রবাসী উম্মে সালমার দখলীয় বাড়ির ভাড়াটিয়া মনসুর আলমের কক্ষে ইয়াবা বিক্রির উদ্দেশ্য মজুদ রেখেছে।এমন তথ্যে ডিএনসির একটি টিম উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে ঐ ঘরে ধৃতদের হেফাজতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগ তল্লাশি করে ২০হাজার ইয়াবা পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০লাখ টাকা।
তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।