নিজস্ব প্রতিবেদক
কুতুবদিয়ায় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
৫ জানুয়ারি কক্সবাজার চেম্বার অফ কমার্স এবং আই এলও এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান। দু’দিনের কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন- জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) শারমিন ইসলাম প্রধান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসাইন,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃসাজ্জাদুল হক, সোনালী ব্যাংক ব্যাবস্থাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফাহিম হাসান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লেলিন দে।
দুই দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন চেম্বার কর্মকর্তা অশোক সরকার এবং সোহেল।