শেফাইল উদ্দিন
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার নজু রহমান (১০১) আর নেই ।
বুধবার ( ৫ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে ইউনিয়নের নাপিত খালী বামন কাটা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১১ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
৬ জানুয়ারী দুপুর ২ টায় ডুলাফকির মাজারস্থ মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান মরহুমের বড় ছেলে ব্যবসায়ী আবুল কালাম। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ঈদগাঁও প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও উপজেলা শাখা, ঈদগাও সাংবাদিক ফোরাম।