বার্তা পরিবেশক:
চট্টগ্রাম সদরঘাটস্থ কর্ণফুলি শিপ বিল্ডার্স লিঃ এর কার্যালয়ে বাংলাদেশের সমুদ্রগামী প্যাসেঞ্জার শিপ অপারেটরস্ ও মালিকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলো একটির সাথে আরেকটির যোগাযোগ বৃদ্ধি, বিদেশের সাথে ক্রুজ শিপ চালু, সমুদ্রগামী জাহাজের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্দেশ্যকে বাস্তবায়িত করে জাতীয় রাজস্ব এবং দেশের প্যাসেঞ্জার জাহাজশিল্প ও পর্যটনশিল্পকে আর্ন্তজাতিকমানে উপনীত করার জন্য সর্বসম্মতিক্রমে “সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ” (স্কোয়াব) গঠন করা হয়।
কর্ণফুলি শিপ বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদকে প্রধান উপদেষ্টা এবং লে. জেনারেল আবু তৈয়ব মোঃ জহিরুল আলম আরটিডিএস, পিএসসি (অবঃ), চেয়ারম্যান বে ক্রুজ ইন্টারন্যাশনাল লিঃ ও তাহমিনা ফখরুল, চেয়ারম্যান কেয়ারী ট্যুরস্ এন্ড সার্ভিসেস লিঃ কে উপদেষ্টামন্ডলী মনোনীত করা হয়।
পরবর্তীতে প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ রশিদ, উপদেস্টামন্ডলী ও উপস্থিত সকল জাহাজ অপারেটরস্ ও মালিকদের মতামতের ভিত্তিতে “সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ” (স্কোয়াব) পরিচালনা করার জন্য একটি কার্যকরি কমিটি ঘোষনা করেন। ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটিতে বে অব বেঙ্গল গ্রুপ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহম্মেদকে সভাপতি এবং ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুরকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া কেয়ারী ট্যুরস্ এন্ড সার্ভিসেস লিঃ এর আবু নোমানকে সিনিয়র সহ-সভাপতি, কর্ণফুলি এক্সপ্রেস লিঃ এর পরিচালক ইঞ্জিনিয়ার সামিউর নাহিয়ান ইসলামকে সহ-সভাপতি, এলসিটি কাজল জাহাজের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় কুমার রায়কে সহ-সভাপতি, এমভি পারিজাত জাহাজের মালিক কাজী ওয়াহিদুজ্জামানকে জয়েন্ট সেক্রেটারি, এস. টি ভাষা শহীদ সালাম জাহাজের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ জাকির হোসেন রাসেলকে অর্থ সম্পাদক, ঢাকা ডাইন ক্রুজ ও গ্রীণ হলিডেজ ট্যুরস্ এর ব্যবস্থাপনা পরিচালক, বোরহান উদ্দিনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এস. টি সুকান্ত বাবু ও ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের পরিচালক আলহাজ্ব শেখ আবদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক এবং চৌধুরী ট্যুরস্ লিঃ ও আটলান্টিক জাহাজের ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল ইসলাম, বে ক্রুজ ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল আজিজুল আশরাফ (অবঃ), ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ খাঁন, এনামুন নাহার ইশিতা ও আতিনা রশিদকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়।
সভা শেষে নবনির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ রশিদকে ফুলেল শুভেচ্ছো জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।