মোঃ আরাফাত সানী, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার জেলা প্রেস ক্লাব ও বিএমএসএফ এর পরামর্শ ক্রমে টেকনাফ উপজেলা বিএমএসএফের সার্বিক সহযোগিতায় টেকনাফ উপজেলা প্রেস ক্লাব গঠিত হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফ পৌরসভার উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স হল রুমে বিএমএসএফ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেলের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএমএসএফের সভাপতি ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএমএফের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ আরাফাত সানি।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সাংবাদিক নুরুল হোসাইন, দৈনিক ইনানীর প্রতিনিধি মাহফুজুর রহমান, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাগর দেশের প্রতিনিধি জিয়াবুল হক জিয়া ও নুরুল আমিন ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা টাইমস এর প্রতিনিধি সাইফুদ্দিন আল মুবারক, দৈনিক রূপালী সৈকতের স্টাফ রিপোর্ট এম এ হাসান, খোরশেদ আলম, সাইফুল ইসলাম সাকের, রহিম উল্লাহ, মিসবাহ উলহক বাবলা, মোঃ ওহিদুল মোস্তফা, মোঃ আলমগীর, নুরুল আবছার, ইমাম হোছাইন, মাহফুজুর রহমান,

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে নুরুল হোসাইন কে সভাপতি, মাহফুজুর রহমান কে সিঃ সহ সভাপতি, আনোয়ার হোছন কে সহ সভাপতি নাছির উদ্দীন রাজ কে সাধারণ সম্পাদক ও জিয়াবুল হক জিয়া কে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনের পরামর্শ দেয়া হয়। পরিশেষে টেকনাফ উপজেলার প্রবীন সাংবাদিক ও টেকনাফ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মোহাম্মদ কাশেম কে উপস্থিত সকলের সম্মতিক্রমে টেকনাফ উপজেলা প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা করা হয়।