নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও উপ সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জি.ও জারির তারিখ থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ, বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ এবং পদোন্নতি প্রদানের দাবিতে স্মরকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে, প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও উপ সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জি.ও জারির তারিখ থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ, বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ এবং পদোন্নতি প্রদানে জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আবুল হোছাইন, সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর, সহ-সভাপকি ছলিম উল্লাহ, সাবেক জেলা সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি ছৈয়দ নুর, যুগ্ন সাধারন সম্পাদক খালেদা আকতার, মহিলা সম্পাদক রাশেদা আকতার, অর্থ সম্পাদক জেসমিন আকতার, ক্রীড়া সম্পাদক মিছবাহ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।