শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত আসন ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী ) সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা
সহকারী কমিশনার ভূমি জিল্লুর রহমানের সঞ্চালনায় নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী । সাধারণ আসনে ৯ জন ও সংরক্ষিত আসনে ৩ জন, মোট ১৩ জন নবনির্বাচিত সদস্যগণ শপথবাক্য পাঠ করেন।
শপথ অনুষ্ঠানে, কুতুবদিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লেলিন দে, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সহ-সভাপতি, মৌলভী মো. তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.তাহের, বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত চোয়ারম্যান আবুল কালাম,আলি আকবার ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবার,দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ৩ জানুয়ারী বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম বিকাল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মামুনুর রশীদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।