কর্ণফুলী প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার বড়উঠানের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ির ৫০ হাজার টাকা ও মূল্যবান কিছু ঔষধ নিয়ে পালিয়েছেন নজরুল ইসলাম নামে এক কর্মচারী।
বুধবার (জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দক্ষিণ শাহমিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩২) দায়ের করেছেন ব্যবসায়ি।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ইদ্রিছ আনসারী জিডিতে উল্লেখ করেন, কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকায় মডেল ডেইরি ফার্ম নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সিলেট মৌলভীবাজারের বালাগঞ্জ থানার ইসলামপুর গ্রামের নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এই ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবারও সে দোকানে ছিল। একইদিন সন্ধ্যা ৭ টায় আমাদের বিশ্বস্ততার সুযোগ নিয়ে কিছু ঔষধ ও অন্য কর্মচারীর টাকাসহ অর্ধলক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর তার ব্যবহৃত মোবাবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান না পেয়ে কর্ণফুলী থানায় তার বিরুদ্ধে একটি জিডি দায়ের করেছি।
এই বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মাহমুদ বলেন, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় একটি জিডি হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।