প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা ১৪ দলের শীর্ষনেতা,জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভপতি,কক্সবাজার জেলা জাসদের সভাপতি জনাব নইমুল হক চৌধুরী টুটুলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৭ জানুয়ারি বাদ মাগরিবে লাল দিঘীর পূর্ব পাড়, জেলা জাসদ কার্যালয়ে জেলা জাসদের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ,সহ- সভাপতি অলক ভট্টাচার্য,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসু,সাংগঠনিক সম্পাদক এড. রফিক উদ্দিন চৌধুরী, নুর আহমদ, একেএম মাহতাবুল ইসলাম, বিপ্লব বডুয়া, এম. আমান উল্লাহ, আমান উল্লাহ আমান,আজিত কুমার দাশ হিমু,মো,মীর মোশাররফ হোসেন , আবদুল জাব্বার,প্রদীপ দাশ, এবং জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল সিফাত, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাহারছড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ। দোয়া অনুষ্ঠানে
জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।