এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
দুই পাশে চা দোকান, মাঝখানে তুলা-ব্যাড তোষকের গোডাউন, আগুন লেগে মূহুর্তে জ্বলে গেছে ৪টি দোকান। অগ্নিকাণ্ডের ঘটনা চকরিয়ার মালুমঘাট কাচা বাজার । ৮ই জানুয়ারী সকাল ৮টায় লাগা আগুন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ৯টার দিকে ।
পুড়ে যাওয়া দোকান ৪টির মালিক(চা দোকান)মুজিব,শাহজান(চা দোকান), মাইক দোকান (মালেক), মূল আগুন যে তুলা দোকান থেকে সূত্রপাত, তার মালিক ইউনুস বলে জানা যায় স্থানীয় সূত্রে ।
স্থানীয় ব্যবসায়ীদের অভিমত , এই পর্যন্ত এই মালুমঘাট বাজারে ৪-৫বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমন ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া দরকার, এমন অগ্নিকাণ্ড সন্দেহ মূলক।