সংবাদদাতা:
কাটির হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ’৭৪ ব্যাচের এক সভা সংগঠনের আহ্বায়ক আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে চকবাজারস্থ একটি রেস্তোরায় গত ৭ জানুয়ারি’২০২২, শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক ও সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব সফিউল আলম চৌধুরী। সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনাব আলী আকবর চৌধুরী ও প্রফেসর গোলাম কাদের চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সর্ব জনাব শফি সিদ্দিকী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, মফিজ উদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ, মোকসেদুল আলম, এজেডএম শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও জনাব মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ। এক বার্তায় জনাব মাহবুবুল আলম চৌধুরী প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেন। প্রধান অতিথি সংগঠনের কাউন্সিল খুব শিঘ্রই করার আহ্বান জানান; এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আহ্বায়ক কাজী মহসীন চৌধুরীর সমাপনী বক্তব্যে কভিড-১৯ এর বিষয়টি বিবেচনায় এনে যত শিঘ্রই সম্ভব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য সকলকে অবহিত করেন। একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে বলে জানান। নৈশভোজ শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবির ক্যাপশন: ৭ জানুয়ারি, শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ একটি রেস্টুরেন্টে (কুটুম বাড়ি রেস্টুরেন্ট) কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ১৯৭৪ এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাবেক শিক্ষার্থীবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।