সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ও আইবিপি মাঠস্থ লোড আনলোড শ্রমিক মাঝি আবু ছৈয়দ আশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ।
সমিতির পক্ষে সভাপতি পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হাসেম সওদাগর বিবৃতিতে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে কলাতলী মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু ছৈয়দ আশু নিহত হন। তিনি অত্যন্ত নিষ্টাবান ও কর্মঠ শ্রমিক নেতা ছিলেন। আমরা তার মৃত্যুতে শোক ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ফেডারেশনের প্রচার সম্পাদক মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।