জাহেদ হাসান:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে।
আজ (৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, কক্সবাজার উখিয়ার কুতুপালং বাজারের কক্সবাজার — টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বের হোসাইন গ্লাস এন্ড এস.এস কালেকশন দোকানের সামনে থেকে ইয়াবাসহ ওই কারবারীকে আটক করি।
আটক মোঃ শাকের ওরফে বাদশা (৪০) উখিয়ার রাজাপালং এর ৬ নং ওয়ার্ডের মধুরছড়া মৌলভী পাড়ার আমির আহমদ এর ছেলে।
আটককৃত আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা দায়ের করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।