এফ এম সুমন :
কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন বাদশার আয়োজনে সাংবাদিক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার যে রাজনৈতিক দর্শন সেটা ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে।
শনিবার (৮জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব পেকুয়ার হলরুমে এই ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ বিষয়ক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাওসুক আহমদ, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, জালাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি মমতাজুল ইসলামসহ আরো অনেকে।
সভায় বক্তারা জাতির পিতার রাজনৈতিক দর্শন ও বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার ভুমিকা আলোচনা করেন। তারা বলেন, রাজনৈতিক কর্মী নাছির উদ্দিন বাদশা যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। বঙ্গবন্ধু যে একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করেছিলেন তার অসমাপ্ত কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন একটি দেশ প্রতিষ্ঠা, নির্যাতিত মানুষের পক্ষে রাজনীতি এটি ইতিহাসের অন্যতম মাইলফলক। বঙ্গবন্ধুর তার জীবনে সর্বদাই মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি কখনোই আপোষ করেননি তার রাজনৈতিক দর্শনে এটিই ছিল এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা বঙ্গবন্ধুর জীবনদর্শন বুকে ধারন করে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করেন।
সভা শেষে আগত সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মুলক বইটি তুলে দেন বক্তারা। এসময় সাংবাদিক, রাজনৈতিক কর্মী,শিক্ষকসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।