মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বনবিটের এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারী) সকাল ১১ টার দিকে কক্সবাজার ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের মাহজন পাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,কক্সবাজার বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাসের নেতৃত্বে নাপিতখালী বনবিট কর্মকর্তা মোঃ গোলাম কবির, রেঞ্জের স্টাফবৃন্দ, ভিলেজার ও সিপিজি সদস্যবৃন্দরা বর্ণিত ইউনিয়নের এলাকায় ২০০১ সনের বাগানে অভিযান চালিয়ে বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ী উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
অভিযান ও উচ্ছেদের বিষয়টি নিশ্চিত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নাপিতখালী বিট কর্মকর্তা গোলাম কবির।
অবৈধ দখলদার থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।