মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
র্যাব-১৫ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। একইসাথে অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের প্রধান হোতা ও সহযোগীদেরকেও আটক করা হয়েছে।
এবিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত অবহিত করতে র্যাব-১৫ এর রামু’র চেইন্দাস্থ প্রধান কার্যালয়ে সাংবাদিকদের রোববার ৯ জানুয়ারি বিকেল ৫ টায় ব্রিফিং করা হবে। ব্রিফিং এ যাতায়াতের সুবিধার্থে কক্সবাজার প্রেসক্লাবের সামনে থেকে রোববার বিকেল ৪ টায় একটি কোস্টার র্যাব-১৫ এর কার্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। র্যাব-১৫ এর পক্ষ হতে ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।