জাহাঙ্গীর আলম,টেকনাফ:

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নব গঠিত টেকনাফ উপজেলা প্রেস ক্লাব।

০৯ জানুয়ারী দুপুর ১টায় টেকনাফ ১৬এপিবিএন পুলিশ সদর হল রুমে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,রোহিঙ্গা ক্যাম্পে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)রোহিঙ্গা ক্যাম্পে অত্যন্ত সুনামের সঙ্গে ক্যাম্প এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কাযর্কলাপ বন্ধ থেকে শুরু করে,মাদক, নারী ও শিশু পাচার বন্ধ সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করে যাচ্ছে।

সাক্ষাৎ কালে এসময় উপস্থিত ছিলেন,১৬ আর্মড পুলিশের উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান।

এবং নব গঠিত টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রেস ক্লাবের সকল সদস্যগণ,
সহ মফস্বল ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিঠির নেতৃত্ববৃন্দ।