সংবাদ বিজ্ঞপ্তি :
বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারী কক্সবাজারে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ। গৃহীত কর্মসূচী হলো-সকাল ১০টায় দলীয় অফিসে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেল ৪টায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা। এদিকে রোববার সন্ধ্যায় লালদিঘীর পাড়স্থ দলীয় এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, এডভোকেট বদিউল আলম, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, আশেক উল্লাহ রফিক এমপি, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার বদিউল আলম, খোরশেদ আলম কুতুবী, ইউনুস বাঙ্গালী, হেলাল উদ্দিন কবির, জিএম কাশেম, ড.নুরুল আবছার, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর, সোহেল আহমদ বাহাদুর, সাইফুল ইসলাম চৌধুরী, ডা.পরিমল কান্তি দাশ, ওয়াহিদ মুরাদ সুমন ও শুভ দত্ত বড়ুয়া।
পুরো আয়োজনে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতীলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।