প্রেস বিজ্ঞপ্তি:
১২ জানুয়ারি বুধবার কক্সবাজার শহরস্থ পেশকার পাড়া চৌমুহনী মোড়ে শোহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে আসছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাঁপানো বাংলাদেশী স্বনামধন্য ইসলামিক স্কলার, ইংল্যান্ডের নর্থহ্যামটনের ইসলামিক স্কুল ও রিসার্চ সেন্টারের ডাইরেক্টর, অনলাইন ভিত্তিক জনপ্রিয় সোস্যাল সংবাদ মাধ্যম Face The People-এ সন্ত্রাস ও চরম পন্থার উত্থান এবং এর প্রতিকার শীর্ষক ডিবেটে অবাক করা তথ্য উপাত্ত সমৃদ্ধ বক্তব্য প্রদান করে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বুদ্ধিজীবী, শায়খ ড, সাইফুল আযম আযহারী।
এ উপলক্ষে কক্সবাজার শহরের মুসলিম যুব সমাজে চলছে অন্যরকম এক খুশির আমেজ। তাদের অনেক দিনের স্বপ্ন ছিলো তাদের প্রিয় শায়খ কে কক্সবাজার এনে একবার হলেও ওয়াজ করানো।
মাহফিল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা এখন মেহমানদের বরণ করতে প্রস্তুত। তিনি আরো বলেন বর্তমানে অর্ধ শিক্ষিত ও উগ্রবাদী হুজুরদের লাগামহীন বক্তব্যে আজ প্রায় যুব সমাজ পথভ্রান্ত। আমরা মনে করি ড, সাইফুল আযম আযহারীদের মতো মধ্যপন্থী উচ্চ শিক্ষিত সুবক্তা হুজুরদের কে অনুসরণ করলে মুসলিম যুব সম্প্রদায়ের ভেতরে অচিরেই আমূল পরিবর্তন আসবে।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী সহ আরো অনেকেই।
উক্ত মাহফিল সফল করতে কক্সবাজার বাসীর প্রতি আহবান জানান পেশকার পাড়া শোহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।