মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৫৫ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ৮ হাজার ৯১৯ ভোট। নির্বাচন থেকে সরে গিয়েও দোয়াত কলম প্রতীক নিয়ে কায়সারুল হক জুয়েল পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এছাড়া কক্সবাজার সদর উপজেলা পরিষদে ফুটবল প্রতীক নিয়ে ৩৬ হাজার ৫৪২ ভোট পেয়ে রোমেনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে চম্পা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৫১৪ ভোট। এর আগে রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন। ভোট কাস্ট হয়েছে ৬৩ হাজার ৩৭৩ টি। বৈধ ভোট ৬৩ হাজার ১৫৫ টি। বাতিল হয়েছে ২১৮ টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ২৮’৪৪ ভাগ। বুধবার (৮ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।