মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ বিন কাশেম ২৭ হাজার ৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আছহাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ২১ হাজার ৮৭২ ভোট। চেয়ারম্যান পদে মটর সাইকেল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম চৌধুরী ৩ হাজার ৭৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। চেয়ারম্যান পদে বিজয়ী মোহাম্মদ হানিফ বিন কাশেম অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভ্রাতুষ্পুত্র।

এছাড়া, কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে উড়োজাহাজ প্রতীক নিয়ে সাংবাদিক আকবর খান পুরুষ ভাইস চেয়ারম্যান এবং কলস প্রতীক নিয়ে হাসিনা আক্তার বিউটি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন। কুতুদিয়ায় ভোট কাস্ট হয়েছে ৩৬৭৬২ টি। বৈধ ভোট ৩৬৬৬২ টি। বাতিল হয়েছে ১০০টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৩৭’৮৩ ভাগ। বুধবার (৮ মে) কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।