মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চকরিয়ার অ্যডভোকেট জসিম উদ্দিন আর নেই। রোববার ১১ জুন সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি--রাজেউন)।
অ্যডভোকেট জসিম উদ্দিন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সহ-সভাপতি সহ বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে আইনপেশায় রত ছিলেন।
মিষ্টিভাষী, স্বজ্জন, অমায়িক ও পরোপকারী ব্যক্তিত্ব অ্যাডভোকেট জসিম উদ্দিনের মৃত্যুর খবরে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার ১১ জুন বেলা ২ টায় চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অ্যাডভোকেট জসিম উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।