মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চকরিয়ার অ্যডভোকেট জসিম উদ্দিন আর নেই। রোববার ১১ জুন সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি–রাজেউন)।

অ্যডভোকেট জসিম উদ্দিন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সহ-সভাপতি সহ বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে আইনপেশায় রত ছিলেন।

মিষ্টিভাষী, স্বজ্জন, অমায়িক ও পরোপকারী ব্যক্তিত্ব অ্যাডভোকেট জসিম উদ্দিনের মৃত্যুর খবরে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার ১১ জুন বেলা ২ টায় চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অ্যাডভোকেট জসিম উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।