পিএমখালীতে ডেঙ্গু প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: জুলাই ৫, ২০২৫ ১২:৩১ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


পিএমখালীতে ডেঙ্গু প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পিএমখালীতে ডেঙ্গু প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পিএমখালীতে ডেঙ্গু প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দারুল করিম ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে ইন্টিগ্রেটিভ ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেমিনার ও কর্মশালায় আলোচক ছিলেন ডা. আবদুর রহমান চৌধুরী। তিনি বলেন, “ডেঙ্গু বর্তমান সময়ের সবচেয়ে পীড়াদায়ক রোগের একটি। এই জ্বরে আক্রান্ত একদিকে যেমন দূর্বল হয়ে পড়ে অন্যদিকে এর রেশ শরীরে থেকে যায় দীর্ঘদিন। তবে ডেঙ্গু প্রাণঘাতি কোনো রোগ নয়। বিশ্রাম ও নিয়মমাফিক চললে এ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।”

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল।

তিনি বলেন, “অপরিচ্ছন্নতা এডিশ মশার প্রজননক্ষেত্র। তাই আমাদের বাসাবাড়ি ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন পিএমখালীর তরুণ সমাজ সেবক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কেফায়েত উল্লাহ ও পিএমখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাছন আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

সেমিনারে অংশ গ্রহণকারী বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পরে মোনাজাতে মাধ্যমে এই সেমিনার ও কর্মশালা শেষ হয়।