আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন—সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদের মেয়ে মিনারা বেগম (৩৫), একই এলাকার ফরিদ আলমের ছেলে মো. কেফায়েত উল্লাহ (১৯) এবং খুরেরমুখ এলাকার মৃত আলী আহমদের স্ত্রী জমিলা বেগম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি)।
তিনি জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিজিবির একাধিক টহল দল নাফ নদী ও মেরিন ড্রাইভের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে মঙ্গলবার ভোরে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মিনারা বেগমের বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ মিনারা বেগম ও কেফায়েত উল্লাহকে আটক করা হয়।
অন্যদিকে, একই ইউনিয়নের খুরেরমুখ এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে—এমন খবরে বিজিবির আরেকটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে জমিলা বেগমের মুরগির খামার থেকে গোপনে রাখা ২৮ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরও বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”