মো. আরকান, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভার্নিং বডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ.এইচ.এম. বদিউল আলম।
তিনি এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন এবং সে সময় প্রতিষ্ঠানটি একাডেমিক ও অবকাঠামোগত দিক থেকে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করে। তাঁর সময়েই পাঠদান কার্যক্রমে শৃঙ্খলা ও আধুনিকতার ছাপ পড়ে।
দায়িত্ব গ্রহণের পর মাওলানা বদিউল আলম বলেন,
“এই মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সমাজের নৈতিক ভিত্তি। ইসলামী আদর্শ ও জাতীয় উন্নয়নের মধ্যে সেতুবন্ধন তৈরিই হবে আমার অগ্রাধিকার।”
শিক্ষা, নৈতিকতা ও দারিদ্র্যপীড়িত শিক্ষার্থীদের সহায়তায় তাঁর অবদান প্রশংসিত। তাঁর নেতৃত্বে মাদ্রাসাটি ফলাফলে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে এবং পাঠ্যক্রম উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণেও অগ্রণী ভূমিকা রেখেছে।
তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দুর্নীতিমুক্ত, জনমুখী প্রশাসন গড়ে তোলায় তাঁর সুনাম রয়েছে। তাঁর সভাপতিত্বে মাদ্রাসায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের মাঝে আশাবাদ দেখা দিয়েছে।
প্রায় শতবর্ষের পুরনো এই কামিল মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা, ডিজিটাল লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তির ওপরও গুরুত্বারোপ করা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন, নতুন সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আদর্শ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।