গত জুন মাসে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারকে এককালীন ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। এর ফলে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত আদানির বিদ্যুৎ সরবরাহের বিপরীতে সব বকেয়া পুরোপুরি পরিশোধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে জানায়, এটাই আদানি পাওয়ারের বাংলাদেশ থেকে পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। আগে প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেত।
প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট সঞ্চালন ব্যয়, বিদ্যুৎ ক্রয় চুক্তির বিভিন্ন বিষয় এবং বকেয়া বিল সংক্রান্ত সব সমস্যার নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ সরকার শুধু বকেয়া পরিশোধই নয়, আগামী দুই মাসের বিলের সমপরিমাণ এলসি (ঋণপত্র) এবং সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এখন পাওনা সংক্রান্ত কোনো ঝামেলা নেই, তাই আদানির ঝাড়খণ্ড প্রকল্পের দুটি ইউনিট থেকেই আগের মতোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চায় তারা।
ভারতের এনডিটিভি জানিয়েছে, গত তিন-চার মাস ধরেই বাংলাদেশ সরকার নিয়মিতভাবে আদানিকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করে আসছে।